সারা দেশে অত্যাধুনিক সিনেপ্লেক্স নির্মাণ করবে সরকার

সারা দেশে অত্যাধুনিক সিনেপ্লেক্স নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার বলে ‍জানিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান বলেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলচ্চিত্রকে শিল্প হিসাবে ঘোষণার পাশাপাশি ৩ এপ্রিলকে ‘জাতীয় চলচ্চিত্র দিবস’, কবিরপুরে বঙ্গবন্ধু ফিল্মসিটি নির্মাণ, বাংলাদেশ সিনেমা ও টেলিভিশন ইনস্টিটিউট প্রতিষ্ঠা, এফডিসি কমপ্লেক্স ও আধুনিকায়ন, তথ্য ভবন নির্মাণ, বাংলাদেশ ফিল্ম আর্কাইভ ভবন ও সারা দেশে তথ্য কমপ্লেক্স নির্মাণের উদ্যোগ নিয়েছে যেখানে অত্যাধুনিক সিনেপ্লেক্স থাকবে।

রাজধানীর বংলাদেশ ফিল্ম আর্কাইভ প্রজেকশন হলে বুধবার বঙ্গমাতা সাংস্কৃতিক জোট আয়োজিত মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘একজন মহান পিতার’ প্রদর্শনী ও আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, চলচ্চিত্র মাটি ও মানুষের কথা বলে। মানুষের আজন্ম লালিত স্বপ্ন ও সাধকে সেলুলয়েডে বন্দি করে পর্দায় ফুটিয়ে তোলে। চলচ্চিত্রে উঠে আসে জাতির সাংস্কৃতিক উপাদানসমূহ। দেশের সংস্কৃতি থেকে কুসংস্কার আর ধর্মান্ধতা দূর করতে সরকার ও জনগণের মিলিত প্রয়াসের সঙ্গে চলচ্চিত্র এক অনবদ্য ভূমিকা রাখবে এটাই সময়ের দাবি।

‘একজন মহান পিতা’ চলচ্চিত্রে মুক্তিযুদ্ধ, বীরাঙ্গনা ও বঙ্গবন্ধু বিষয়ে ভিন্ন কিছু বিষয় উঠে এসেছে। চলচ্চিত্রের গল্পে দেখা যায়, স্বাধীনতা যুদ্ধের সূচনালগ্নে দেখা পূর্ববাংলার বাউল শিল্পীদের ওপর রাজাকার ও পাকসেনাদের আক্রমণ। চলচ্চিত্রে দেখানোর চেষ্টা করা হয়েছে পাকিস্তানি শাসকচক্র এ দেশের শিল্প-সাহিত্যেরও বিদ্বেষী ছিল। যুদ্ধ শেষে যখন চার পাশে লুণ্ঠনকারীদের আধিপত্য দেখা যায় তখন জাতির পিতার আদর্শে উজ্জীবিত একদল মুক্তিযোদ্ধা মানবতা এবং শিল্প-সংস্কৃতির বিকাশে কাজ করতে দেখা যায়। এই চলচ্চিত্রে মূল চরিত্রে অভিনয় করেছেন মির্জা আফরিন ও হিমেল রাজ।

সংগঠনের সাধারণ সম্পাদক আইয়ুব আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন সংসদ সদস্য তানভীর শাকিল জয়, ফিল্ম আর্কাইভের মহাপরিচালক নিজামুল কবির, প্রযোজক-পরিবেশক সভাপতি খোরশেদ আলম খসরু প্রমুখ।

Leave A Reply

Your email address will not be published.

Title