সারা দেশে অত্যাধুনিক সিনেপ্লেক্স নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার বলে জানিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান বলেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলচ্চিত্রকে শিল্প হিসাবে ঘোষণার পাশাপাশি ৩ এপ্রিলকে ‘জাতীয় চলচ্চিত্র দিবস’, কবিরপুরে বঙ্গবন্ধু ফিল্মসিটি নির্মাণ, বাংলাদেশ সিনেমা ও টেলিভিশন ইনস্টিটিউট প্রতিষ্ঠা, এফডিসি কমপ্লেক্স ও আধুনিকায়ন, তথ্য ভবন নির্মাণ, বাংলাদেশ ফিল্ম আর্কাইভ ভবন ও সারা দেশে তথ্য কমপ্লেক্স নির্মাণের উদ্যোগ নিয়েছে যেখানে অত্যাধুনিক সিনেপ্লেক্স থাকবে।
রাজধানীর বংলাদেশ ফিল্ম আর্কাইভ প্রজেকশন হলে বুধবার বঙ্গমাতা সাংস্কৃতিক জোট আয়োজিত মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘একজন মহান পিতার’ প্রদর্শনী ও আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, চলচ্চিত্র মাটি ও মানুষের কথা বলে। মানুষের আজন্ম লালিত স্বপ্ন ও সাধকে সেলুলয়েডে বন্দি করে পর্দায় ফুটিয়ে তোলে। চলচ্চিত্রে উঠে আসে জাতির সাংস্কৃতিক উপাদানসমূহ। দেশের সংস্কৃতি থেকে কুসংস্কার আর ধর্মান্ধতা দূর করতে সরকার ও জনগণের মিলিত প্রয়াসের সঙ্গে চলচ্চিত্র এক অনবদ্য ভূমিকা রাখবে এটাই সময়ের দাবি।
‘একজন মহান পিতা’ চলচ্চিত্রে মুক্তিযুদ্ধ, বীরাঙ্গনা ও বঙ্গবন্ধু বিষয়ে ভিন্ন কিছু বিষয় উঠে এসেছে। চলচ্চিত্রের গল্পে দেখা যায়, স্বাধীনতা যুদ্ধের সূচনালগ্নে দেখা পূর্ববাংলার বাউল শিল্পীদের ওপর রাজাকার ও পাকসেনাদের আক্রমণ। চলচ্চিত্রে দেখানোর চেষ্টা করা হয়েছে পাকিস্তানি শাসকচক্র এ দেশের শিল্প-সাহিত্যেরও বিদ্বেষী ছিল। যুদ্ধ শেষে যখন চার পাশে লুণ্ঠনকারীদের আধিপত্য দেখা যায় তখন জাতির পিতার আদর্শে উজ্জীবিত একদল মুক্তিযোদ্ধা মানবতা এবং শিল্প-সংস্কৃতির বিকাশে কাজ করতে দেখা যায়। এই চলচ্চিত্রে মূল চরিত্রে অভিনয় করেছেন মির্জা আফরিন ও হিমেল রাজ।
সংগঠনের সাধারণ সম্পাদক আইয়ুব আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন সংসদ সদস্য তানভীর শাকিল জয়, ফিল্ম আর্কাইভের মহাপরিচালক নিজামুল কবির, প্রযোজক-পরিবেশক সভাপতি খোরশেদ আলম খসরু প্রমুখ।