সারাদেশে শিক্ষার্থীদের বিনামূল্যে বই বিতরণ শুরু ৩০ ডিসেম্বর

নিজস্ব প্রতিবেদক: সারাদেশে ২০২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বিনামূল্যে বই বিতরণ শুরু হবে আগামী ৩০ ডিসেম্বর। এদিন এ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে করোনা মহামারির কারণে অনুষ্ঠান হবে ভার্চুয়ালি।

রোববার জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের নোটিশ সূত্রে এ তথ্য জানা যায়।

নোটিশে জানা যায়, ৩০ ডিসেম্বর প্রধানমন্ত্রী ভার্চুয়ালি বই বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন। আর মূল অনুষ্ঠান হবে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে।

এদিকে বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) রাজধানীর মাতুয়াইলে প্রেস পরিদর্শন শেষে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানিয়েছেন, পহেলা জানুয়ারিতে শিক্ষার্থীরা সব বই পাবে না। যে কয়টি বই বাকি থাকবে জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে বিতরণ করা হবে। আমাদের এখন পর্যন্ত হিসাব অনুযায়ী শুরুতে ৯৫ শতাংশ বই পাবে শিক্ষার্থীরা। বাকি ৫ শতাংশ জানুয়ারির প্রথম সপ্তাহে দেওয়া হবে।

শিক্ষামন্ত্রী বলেন, পরিস্থিতি বিবেচনায় বই উৎসব হচ্ছে না। এ পর্যন্ত প্রাথমিকের প্রায় সকল বই জেলা পর্যায়ে পৌঁছে যাচ্ছে। মাধ্যমিকের ২১ কোটি বই বাঁধাই হয়ে গেছে, বাকি ১৭ কোটির বেশি বই সরবরাহ করা হয়েছে। আগামী তিন-চার দিনের মধ্যে সকল বইয়ের বাঁধাই কাজ শেষ হবে। বাঁধাই কাজ শেষ হওয়ার পর স্কুল পর্যায়ে তা পাঠিয়ে দেওয়া হবে।

Leave A Reply

Your email address will not be published.

Title