নিজস্ব প্রতিবেদক: প্রেসক্লাবে হামলা সাধারণ কোনো ঘটনা নয়। বিষয়টি অনেক গভীরভাবে ভাবতে হবে। কেন বার বার সাংবাদিকদের টার্গেট করে তাদের ওপর হামলা হচ্ছে, তা খুঁজে বের করতে হবে। মনে রাখতে হবে, সাংবাদিকদের ওপর আঘাত, দেশের গণতন্ত্রের ওপর আঘাত। এদের রুখে দিতে হবে।
শুক্রবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে হামলায় ক্ষতি ও আহত সাংবাদিকদের দেখতে এসে জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন এসব কথা বলেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস খান, যুগ্ম সম্পাদক আসরাফ আলি, সাংবাদিক সৈয়দ আফজাল আহমেদ, আইয়ুব ভুইয়া প্রমুখ। পরে ওস্তাদ আলাউদ্দিন খাঁ সঙ্গীতাঙ্গনসহ ক্ষতিগ্রস্ত বিভিন্ন প্রতিষ্ঠানে পরিদর্শন করেন ঢাকার সাংবাদিক নেতারা।