নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাসের সংক্রমণ আশঙ্কাজনকহারে বাড়ছে। এ পরিস্থিতিতে সবচেয়ে ঝুঁকিতে রয়েছেন স্বাস্থ্যসেবায় নিয়োজিতরা। এ প্রেক্ষিতে সেখানে কর্মরত চিকিৎসক, নার্সসহ সবাইকে বিশেষ নির্দেশনা দিয়েছেন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতাল কর্তৃপক্ষ ।
শনিবার প্রতিষ্ঠানটির পরিচালক ব্রি. জে. মোর্শেদ রশীদ স্বাক্ষরিত এক নোটিশে বলা হয়েছে, ঢাকায় কর্মরত সকল কর্মকর্তা-কর্মচারীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, দেশে করোনাভাইরাসের সংক্রমণ আশঙ্কাজনক হারে বাড়ছে। ফলে রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে। সংক্রমণের ঝুঁকি এড়ানোর জন্য হাসপাতালে কর্মরত সবার মাস্ক ব্যবহার জরুরি। সম্পদের স্বল্পতার জন্য হাসপাতালের তরফ হতে সবাইকে মাস্ক সরবরাহ করা যাচ্ছে না। এমতাবস্থায় ঝুঁকি এড়াতে সবাইকে নিজ দায়িত্বে মাস্ক ব্যবহার করার জন্য অনুরোধ করা হলো।