শ্রীমঙ্গলে স্বরবর্ণের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

শ্রীমঙ্গল (মৌলভীবাজার): মহান বিজয় দিবস উপলক্ষে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে “বিজয়ের মাসে এসো মিলি প্রাণের উচ্ছাসে” এই স্লোগানকে সামনে রেখে শীত বস্ত্র বিতরণ, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যা ৬ টায় শহরের উদয়ন স্কুল প্রাঙ্গণে সামাজিক সংগঠন স্বরবর্ণের আয়োজনে সংগঠনের সভাপতি তোফায়েল পাপ্পুর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রেমসাগর হাজরা, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি ইসমাইল মাহমুদ, কলামিস্ট ও সাংবাদিক সৈয়দ আমিরুজ্জামান, উদয়ন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবিতা দাশ, সাংবাদিক বিক্রমজিত বর্ধন, দীপঙ্কর ভট্টাচার্য লিটন, শামছুল ইসলাম শামীম, স্বরবর্ণের উপদেষ্টা নুরুর রহমান, রহিমা বেগম, কবি জাভেদ ভুইয়া, সাংবাদিক হৃদয় দাশ শুভ, শিমুল তরফদার প্রমুখ।

রাত সাড়ে ৭টায় জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয় পরে পুরস্কার বিতরণী, কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। এর আগে বিকেল ৩টায় নৃত্য, যেমন খুশি তেমন সাজো ও মিজক্যাল চেয়ার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং বিকেল সাড়ে ৫ টায় শীতবস্ত্র বিতরণ করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সদস্য চমক দেব ও প্রাপ্তি।

স্বরবর্ণ সংগঠনের সাধারণ স¤পাদক মো. নুজ্জামান জানান, প্রতিবছর আমরা মেধাবী দরিদ্র শিক্ষার্থীদের সহযোগিতা করে থাকি। আমরা শ্রীমঙ্গলের যুব সমাজকে নিয়ে সমাজে ভালো কিছু কাজ করতে বদ্ধ পরিকর। সকলের সহযোগীতা পেলে সমাজে বাল্য বিবাহ, মাদক, ইভিটিজিং, স্বেচ্ছায় রক্তদান, নিরক্ষরমুক্ত সমাজ গঠন, এবং পথ শিশুদের নিয়ে কাজ করে যাব। তিনি সকলের সহযোগীতা কামনা করেন।

Leave A Reply

Your email address will not be published.

Title