শেরপুরে নারী নির্যাতন, ধর্ষণ, যৌন হয়রানী ও নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে মানববন্ধন
শেরপুর জেলা প্রতিনিধিঃ রংপুর, নওগাঁ, খাগড়াছড়িতে নৃ-জনগোষ্ঠির নারীসহ দেশব্যাপী নারী নির্যাতন, ধর্ষণ, যৌন হয়রানী ও নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে শেরপুরে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে শহরের চকবাজার কেন্দ্রিয় শহীদ মিনার চত্বরে ইনস্টিটিউট ফর এনভায়নমেন্ট এন্ড ডেভেলপমেন্ট (আইইডি)-এর সহায়তায় ‘হিউম্যান রাইটস ডিফেন্ডার্স ফোরাম’ এ মানববন্ধনের আয়োজনে করে। এতে শেরপুর ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশন (টিডব্লিওএ), আদিবাসী সমাজ উন্নয়ন সংস্থা, কোচ ছাত্র সংগঠন পিলাচ, বর্মন ছাত্র পরিষদ সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। মানববন্ধন থেকে ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনার সাথে জড়িতদের সঠিক বিচার এবং দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানানো হয়।
এসময় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন কবি-লেখক জ্যোতি পোদ্দার, শিক্ষক আবুল কালাম আজাদ, আদিবাসী নেতা মনিন্দ্র চন্দ্র বিশ্বাস মলিন, মিন্টু বিশ্বাস, সুমন্ত বর্মন, রনি কোচ, কমিউনিস্ট নেতা সোলায়মান আহমেদ, বিতার্কিক এসএম ইমতিয়াজ চৌধুরী, লক্ষ্মণ বর্মন, ইন্দ্রজিত বর্মন, গাজী সাইফুল ইসলাম প্রমুখ।