করোনা ভাইরাসের ঊর্ধ্বমুখী সংক্রমণ ঠেকাতে শুক্রবার সকাল ৬টা থেকে ৫ আগস্ট রাত ১২টা পর্যন্ত অভ্যন্তরীণ নৌপথে সব ধরনের যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধ থাকবে। এ সময় লঞ্চ,স্পিডবোট ও ট্রলার চলাচল করবে না।
বিআইডব্লিউটিএ’র নৌযান পরিচালনা সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। অভ্যন্তরীণ নৌপথে চলাচলকারী যাত্রীবাহী নৌযানের মালিক, মাস্টার, ড্রাইভার, স্টাফ, যাত্রী ও সংশ্লিষ্ট সকলকে এ নির্দেশনা মেনে চলতে অনুরোধ করা হয়।
বিজ্ঞপ্তিতে আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়ার কথা বলা হয়েছে। এতে আরও বলা হয়, করোনা ভাইরাসের বর্তমান পরিস্থিতি বিবেচনায় মন্ত্রিপরিষদ বিভাগের ১৩ জুলাইয়ের জারি করা প্রজ্ঞাপনের প্রেক্ষিতে শুক্রবার থেকে এ নির্দেশনা কার্যকর হবে।