শিল্প খাতে বিদ্যুৎ-গ্যাসে ভর্তুকি কমানোর নির্দেশনা প্রধানমন্ত্রীর

অনলাইন ডেস্ক: গ্যাস ও বিদ্যুতে ভর্তুকি পর্যায়ক্রমে কমিয়ে আনতে কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রাথমিকভাবে বাণিজ্যিক খাত বিশেষ করে যেখানে বড় বড় শিল্প কারখানা রয়েছে, সেসব স্থানে ভর্তুকি কমাতে বলেছেন তিনি।

মঙ্গলবার সকালে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে এ নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। এর আগে সকাল সাড়ে ১০টার দিকে গণভবন থেকে ভার্চুয়ালি এনইসি সম্মেলন কক্ষে সংযুক্ত হয়ে একনেক বৈঠকে যোগ দেন তিনি। পরে দুপুর সাড়ে ১২টার দিকে পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান সাংবাদিকদের ব্রিফিং করে বিস্তারিত জানান।

মন্ত্রী বলেন, গ্যাস এবং বিদ্যুতের ভর্তুকির সুবিধা নিচ্ছেন মূলত ধনীরা। বস্তিবাসী এবং অন্যান্য গরিবরা এ সুবিধা কম পাচ্ছেন। এ কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রাথমিকভাবে শিল্প খাতে বিদ্যুৎ ও গ্যাসের ভর্তুকি কমানোর নির্দেশনা দিয়েছেন।

এসময় পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলমও উপস্থিত ছিলেন।

Leave A Reply

Your email address will not be published.

Title