মোঃসোহেল রানা: নারায়নগঞ্জ সিদ্ধিরগঞ্জে করোনা ভাইরাস পরীক্ষার টেষ্টের জন্য নির্ধারন করা এম.ডব্লিউ স্কুলের ক্যাম্পের সকল প্রস্তুতি সম্পূর্ন করা হয়েছে।
সোমবার (১৩ এপ্রিল) স্থানীয় কাউন্সিলর মনোয়ারা বেগম এ বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, করোনা টেস্টের জন্য ক্যাম্প সম্পূর্নভাবে প্রস্তুত করা হয়েছে। এখন চিকিৎসকরা যেকোন সময় এসে করোনা সন্দেহে আসার রোগীর নমুনা সংগ্রহ শুরু করতে পারবে। এসময় এলাকাবাসীর পক্ষে কাউন্সিলর সিদ্ধিরগঞ্জে করোনা টেস্টের ক্যাম্প স্থাপন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নারায়নগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামিম ওসমানকে ধন্যবাদ জানান এবং সৃষ্টিকর্তার কাছে দীর্ঘায়ু কামনা করেন।
এর আগে, গত রোববার রাতে সংসদ সদস্য ভিডিও বার্তায় জানান প্রধানমন্ত্রী নারায়নগঞ্জে একটি বেসরকারী প্রতিষ্ঠানের সহায়তায় করোনা টেস্টের জন্য নমুনা সংগ্রহের ব্যবস্থা করেছেন। যার জন্য সিদ্ধিরগঞ্জের এম.ডব্লিউ স্কুল এবং নারায়নগঞ্জ হাই স্কুল অস্থায়ী ক্যাম্পের মাধ্যমে করোনা টেস্টের নমুনা সংগ্রহ করবে।