লালমনিরহাট সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বিএনপি নেতা সাইদুল ইসলামকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, অন্যান্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
লালমনিরহাট প্রতিনিধিঃঃ আসন্ন পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে লালমনিরহাটে ওয়ার্ড আওয়ামী লীগ অফিস ভাংচুর ও অগ্নিসংযোগ মামলায় জেলা বিএনপির সদস্য সাইদুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। মামলায় এজাহার নামীয় ৫০ জনসহ দেড়শত অজ্ঞাত আসামী করা হয়েছে।
বুধবার (১০ফেব্রুয়য়ারী) বিকালে এ তথ্য নিশ্চিত করেন সদর থানার ওসি শাহ আলম। ঐ থানা পুলিশ অভিযান চালিয়ে রাত সাড়ে ৩টায় নিজ বাড়ি তাকে গ্রেফতার করে।
সাইদুল ইসলাম শহরের মিশনমোড় এলাকার মৃত জরিপ উল্ল্যাহ এর ছেলে এবং সাবেক যুগ্ন সাধারন সম্পাদক জেলা যুবদল।
এর আগে মঙ্গলবার (৯ফেব্রুয়ারী) রাত ৯টার দিকে পৌরসভার ৬নং ওয়ার্ড আওয়ামী লীগ অফিসে একদল মুখোশধারী দুর্বৃত্ত অতর্কিত হামলা চালিয়ে অফিসের টেবিল চেয়ার ভাংচুর করে ও নির্বাচনী ব্যানার ছিঁড়ে ফেলে অগ্নিসংযোগ করে। পরে পুলিশের উপস্থিতি বুঝতে পেয়ে হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়। এঘটনায় রাতেই ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক শফিকুল ইসলাম বিলু বাদি হয়ে ৫০জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো দেড় শতাধিক ব্যক্তির নামে থানায় মামলা দায়ের করেন।
এ ব্যাপারে সদর থানার ওসি শাহ আলম জানান, খবর পেয়ে তাৎক্ষনিক ঘটনা স্থলে পুলিশ উপস্থিত হয়ে ঘটনার আলামত সংগ্রহ করেন। পরে রাতেই অভিযান চালিয়ে এজাহার নামীয় আসামী সাইদুল ইসলাম নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় ৫০জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো দেড় শতাধিক ব্যক্তির নামে থানায় মামলা দায়ের করা হয়েছে।