পিরোজপুর জেলা প্রতিনিধিঃপিরোজপুরের স্বরূপকাঠিতে নিষেধাজ্ঞা অমান্য করে দোকান খোলা রাখার অভিযোগে ৬ দোকানী ও মোটরসাইকেল চালককে সাড়ে ৯ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যান আদালত।
রোববার সকালে উপজেলার পৌর শহরের জগন্নাথকাঠি বন্দরে ইউএনও সরকার অব্দুল্লাহ আল মামুন বাবু ও ইন্দুরহাট ও মিয়ারহাট বন্দরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ওই আদালত অভিযান পরিচালনা করা হয়। এসময় সেনা বাহীনির সদস্যরা ও পুলিশের চৌকস টিম সাথে ছিল। জগন্নাথকাঠি বন্দরের ওয়ার্কশপ আলিম ১ হাজার, কসমেটিক্স দোকানী মজিবর সরদার ১ হাজার, সাকিরুল মাছ বিক্রেতা ৫০০, ঘোষ মিষ্টান্ন ভান্ডারের শ্যামলকে ৫ হাজার ও তপন দাসকে ১ হাজার টাকা ও মোটরসাইকেল চালক হাফিজুর রহমানকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।
এদিকে, অতিরিক্ত লোক সমাগম ঠেকাতে জগন্নাথকাঠি বন্দরের মাছ বাজার বাস ষ্ট্যান্ড এলাকা ও কাচা সবজির দোকান সরকারী স্বরূপকাঠি পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে স্থানান্তরিত করা হয়েছে। মিয়ারহাট বন্দরের মাছ ও সবজির বাজার সুটিয়াকাঠি ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় ও চান মিয়া মাধ্যমিক বিদ্যালয়ে স্থানান্তরিত করা হয়েছে।