রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের হরিদাগাছী গ্রামের এক নারী করোনা আক্রান্ত হয়েছেন। গত ৯ এপ্রিল নারায়নগঞ্জ থেকে ওই পোষাক কারখানার কর্মী তার গ্রামের বাড়ি মোহনপুরে আসেন। এরপর তিনি করোনা উপসর্গে ভুগছিলেন।
খবর পেয়ে মোহনপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আরিফুল কবির বুধবার তার নমুনা সংগ্রহ করে রাজশাহী মেডিকেল কলেজের ল্যাবে পাঠানো হয়। পরীক্ষা শেষে বৃহস্পতিবার বিকেলে তার রক্তে করোনা পজেটিভ ধরা পড়ে।
মোহনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানওয়ার হোসেন বলেন, ওই মহিলার বাড়ি লকডাউন ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে এলাকায় মাইকিং করে ঘর থেকে বের হতে লোকজনকে নিষেধ করা হয়েছে। আপাতত বাড়িতে আইসোলেশনে রেখে তার চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।