রাজশাহীর বাগমারায় থানা পুলিশের উদ্যোগে ঐতিহাসিক ৭ই মার্চ ও বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের চুড়ান্ত সুপারিশ প্রাপ্তিতে আনন্দ উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে রবিবার বিকালে বাগমারা থানা চত্বরে থানা পুলিশের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে মুঠোফোনের মাধ্যমে বক্তব্য রাখেন, রাজশাহী-৪(বাগমারা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক।
রাজশাহী পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন, বিপিএম (বার) এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ পুলিশ রাজশাহীর রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন, বিপিএম, পিপিএম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্ত্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকার, সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান, ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক মন্ডল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল, বীর মুক্তিযোদ্ধা চেয়ারম্যান আব্দুল জব্বার, ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের প্রভাষক রীনা খাতুন প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন, সদর সার্কেল রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার সুমন দেব, রাজশাহী জেলা আওয়ামীলীগের সহসভাপতি ও বাগমারা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জাকিরুল ইসলাম সান্টু, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবী, বাগমারা থানার অফিসার ইনচার্জ মোস্তাক আহম্মেদ, ওসি তদন্ত আফজাল হোসেন সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশিল সমাজের নেতৃবৃন্দ, গণমাধ্যম কর্মী, পুলিশ সদস্য এবং বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে কেক কাটা হয়। আলোচনা অনুষ্ঠান শেষে সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।
মোঃ সাইফুল ইসলাম
বাগমারা রাজশাহী প্রতিনিধি