রাজশাহীর কাটাখালিতে বাসের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে ১৭ জন নিহত

রাজশাহী প্রতিনিধি: রাজশাহী জেলার মহানগরীর কাটাখালীতে বাস, মাইক্রোবাস ও সিএনজির ত্রিমুখী সংঘর্ষের ঘটনায় মাইক্রোবাসে আগুন ধরে গেলে ভেতরে থাকা ১১ যাত্রী পুড়ে ঘটনাস্থলেই মারা যায়। এছাড়া সিএনজির ভেতরে থাকা যাত্রীদের অনেককেই আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে যাওয়ার পর আরও ৬ যাত্রী মারা যায়। হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি রয়েছেন দুইজন। শুক্রবার দুপুর পৌনে ২টার দিকে কাটাখালীর কাপাশিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, , রাজশাহী থেকে হানিফ পরিবহনের যাত্রীবাহী একটি বাস ঢাকার দিকে যাচ্ছিলো। অন্যদিকে যাত্রীবাহী একটি মাইক্রোবাস রংপুরের পীরগঞ্জ থেকে রাজশাহীতে সপরিবারে পিকনিকে আসছিলেন। এছাড়া একটি সিএনজি (হিউম্যান হলার) রাজশাহী শহর থেকে বানেশ্বরের দিকে যাচ্ছিলো। যাত্রীবাহী পরিবহন এই তিনটি পরিহন ওই এলাকায় পৌঁছালে ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বাসের যাত্রীদের কোনোকিছু না হলেও যাত্রীবাহী মাইক্রোবাসের সামনের দিকে ক্ষতিগ্রস্ত হয় এবং আগুন ধরে যায়। এতে মাইক্রোবাসে থাকা ৩জন মেয়ে, ২জন শিশু ও ১১ জন পুরুষসহ মোট ১৭ জন যাত্রী ছিলেন। কিন্তু তাৎক্ষণিকভাবে মাইক্রোবাসের কেউ বের হতে না পারায় ভেতরে থাকা ১১ যাত্রী পুড়ে ঘটনাস্থলেই মারা যায়। এছাড়া আশঙ্কাজনক অবস্থায় সিএনজির যাত্রীদের উদ্ধার করে রামেক হাসপাতালের বার্ণ ইউনিটসহ বিভিন্ন ওয়ার্ডে ভর্তি করা হয়।

Leave A Reply

Your email address will not be published.

Title