ওবায়দুল ইসলাম রবি, রাজশাহী: রাজশাহীতে যথাযোগ্য মর্যদায় পালিত হচ্ছে জেলহত্যা দিবস। দিবসটি উপলক্ষে আজ সকাল ১১টায় মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে শহীদ চার নেতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, জাতীয় চার নেতার অন্যতম শহীদ এএইচএম কামারুজ্জামানের ছেলে ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এসএম কামাল, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকারসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এদিকে, রাজশাহী জেলা আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় চার নেতার অন্যতম শহীদ এএইচএম কামারুজ্জামানের সমাধিতে পুস্পস্তবক অর্পণ করা হয়। এসময় রাজশাহী জেলা আওয়ামীলীগের সভাপতি মেরাজ উদ্দিন মোল্লা ও সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ দারা, চারঘাট উপজেলার আ’লীগ সভাপতি আনোয়ার হোসেন, সম্পাদক ফকরুল ইসলামসহ বিভিন্ন উপজেলার সভাপতি, সম্পাদক এবং দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
একই সময়ে জাতীয় নেতা শহীদ এ এইচ এম কামারুজ্জামানের সমাধিতে আরএমপি’র কমিশনার আবু কালাম সিদ্দিক, রাজশাহী রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন ও জেলা পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন মুক্তিযোদ্ধারাসহ বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পার্ঘ্য প্রদান করা হয়।