বাংলাদেশের রাজধানী ঢাকায় অবৈধভাবে ক্যাসিনো চালানোর অভিযোগে যুবলিগের এক প্রথমসারির নেতাকে গ্রেফতার করল র্যাব। ধৃতের নাম খালেদ মাহমুদ ভূঁইয়া। তিনি ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক।
তদন্তকারীদের দাবি, ঢাকার ১৭টি ক্যাসিনোর মাথা খালেদ মাহমুদ ভূঁইয়া। অবৈধ অস্ত্র-সহ বুধবার সন্ধ্যায় গুলশানের ফ্ল্যাট থেকে তাঁকে গ্রেফতার করে র্যাব। অবশ্য দুপুর থেকেই বাড়িটি ঘিরে রাখেন র্যাবের শতাধিক সদস্য।
বনানী আহম্মেদ টাওয়ারস্থ গোল্ডেন ঢাকা বাংলাদেশ নামক ক্যাসিনোতে অভিযান পরিচালনা করে ক্যাসিনোটি সিলগালা করে দিয়েছে র্যাব।বুধবার (১৮ সেপ্টেম্বর) রাতে ক্যাসিনোটিতে অভিযান পরিচালনা করেন র্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিছুর রহমান।
একই সময়ে রাজধানীর ঢাকা ওয়াল্ডরার্স ক্লাব ক্যাসিনোতে র্যাব-৩ এর অভিযানে মাদক, জালটাকা, বিপুল পরিমাণ নগদ টাকা ও ক্যাসিনোর সরঞ্জামাদি জব্দ করা হয়। অভিযান শেষে ক্যাসনোটি সিলগালা করা হয়েছে। র্যাবের আরও একটি অভিযানে গুলিস্তানের একটি ক্লাব থেকে মদ ও হেরোইনসহ ৩৯ জনকে আটক করে র্যাব।