মেঘনা গ্রুপের হাত থেকে মাদ্রাসা ইদগাহ ও কবরস্থানের  রাস্তা বাচাতে এলাকাবাসীর  মানববন্ধন

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে পিরোজপুর ইউনিয়নের ঝাউচর এলাকায় মেঘনা গ্রুপের দখলকৃত রাস্তা খুলে দেওয়ার জন্য মানবন্ধন করেছে এলাকাবাসী। সোমবার সোনারগাঁও উপজেলা চত্বরে মানবন্ধন কর্মসুচি পালন করা হয়েছে। মানবন্ধ শেষে সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে এলাকাবাসীর পক্ষে এনায়েত উল্লাহ মোল্লা একটি স্মারকপিপি দিয়েছেন।

স্মারকলিপিতে উল্লেখ, সোনারগাঁওয়ে উপজেলার পিরোজপুর ইউনিয়নের ঝাউচর এলাকাবাসী বহুদিন যাবত চরলাউয়াদী মৌজার১২৬০ এবং চররমজান সোনাউল্লাহ মৌজার আরএস ১নং খাসখতিয়ানে ২১৭নং দাগের রাস্তাটি দিয়ে কবরস্থান, মসজিদ, ঈদগাঁহ ও ঝাউচর মাদ্রাসা এবং বিভিন্ন গ্রামের জনগন চলাচল করিয়া আসিতেছে। ২০১৯ সালে মধ্যবর্তি সময়ে মেঘনা গ্রুপ রাস্তায় দেয়াল তৈরী ও টিন সেড স্থাপন ও নেটের বেড়া দিয়ে রাস্তাটি বন্ধ করে দেয়। উপজেলা সহকারী কমিশনার(ভুমি) সার্ভেয়ার এবং উপ-সহকারী (ভুমি)কর্মকর্তা হোসেনপুর বাধা প্রদান করিয়া আসে এবং গত ২২-২-২০২১ইং তারিখে প্রতিবেদন দেয়ে। বর্তমানেও রাস্তাটি বন্ধ রয়েছে।

Leave A Reply

Your email address will not be published.

Title