মুজিব বর্ষ উপলক্ষে ঢাকা থেকে বঙ্গবন্ধুর মাজারে আজমেরী কাফেলার পদযাত্রার উদ্বোধন

প্রাইমটিভি বাংলা,নিজস্ব প্রতিনিধিঃ

মুজিব বর্ষ উপলক্ষে ঢাকা থেকে বঙ্গবন্ধুর মাজারে আজমেরী কাফেলার পদযাত্রার উদ্বোধন করা হয়েছে।আন্তর্জাতিক শাহী ভ্রমন প্রকল্প বাস্তবায়নের লক্ষে বঙ্গবন্ধুর মাজার টুঙ্গপাড়ার উদ্দেশ্যে পদ যাত্রা শুরু করেছে বাংলাদেশ জাতীয় সাধু সংসদ এন এস পি ।
৬ আগষ্ট বৃহস্পতিবার কেরানীগঞ্জের তেঘরিয়া বটতলায় অবস্থিত অভয় আশ্রম থেকে এ পদ যাত্রা শুরু করেন।দেশের প্রায় ৪০ টি জেলার সাধু ও ভক্তরা এবছর একত্র হয়ে এই কাফেলায় যোগ দেবে।

হাজী মুরাদ মেম্বরের সভাপতিত্বে এ পদযাত্রার উদ্বোধন করেন শেখ মকবুল আহমেদ শাহী বাবা সৈয়দপুরী ও নেতৃত্ব দেন কাফেলার আমির বাবুল চিসতি।পদযাত্রাটি ঢাকা থেকে ১০ দিনের সফর শেষে প্রায় ২৪০ কিমি পথ পায়ে হেটে অতিক্রম করে বঙ্গবন্ধুর মাজারে পৌঁছাবে।এসময় সৈয়দপুরী জানান,আমরা বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে শোকের মাসে তার পবিত্র মাজারে পদ যাত্রা শুরু করি।জাতির পিতার জন্ম শত বার্ষিকিতে শোক হোক শক্তি।তিনি আরো বলেন আমরা জাতির পিতার মাজার থেকে কুষ্টিয়ায় লালন শাইজির মাজারে উদ্দেশ্যে কাফেলা রওয়ানা হবে।এসময় আরো উপস্থিত ছিলেন,এন এসপি মহাসচিব সালেহ আহমেদ সেতু,কাফেলার সিনিয়র সরদার চাঁন মস্তান,কাফেলার সচিব আইজুলসহ অন্যান্য কর্মকর্তা বৃন্দ।

Leave A Reply

Your email address will not be published.

Title