ফরিদপুর :: ফরিদপুরের মধুখালীতে সুর্যের হাসি ক্লিনিকের পক্ষ থেকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সচিব বরাবরে লিখিত সুর্যের হাসি ক্লিনিক বন্ধের আদেশ স্থগিত চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোস্তফা মনোয়ারের কাছে তাঁর অফিসে স্মারকলিপি হস্তান্তর করেছেন মধুখালী সুর্যের হাসি ক্লিনিকের পক্ষ থেকে ।
সোমবার বেলা সাড়ে ১১টায় মধুখালী সুর্যের হাসি ক্লিনিক ম্যানেজার মো. মিরাজুল ইসলাম স্মারকলিপি পেশ করেন।
উল্লখ্য সারাদেশে ১শ ৫৮টি ক্লিনিক বন্ধের ঘোষনা দিয়েছেন সুর্যের হাসি ক্লিনিক কর্তৃপক্ষ। ১শ ৫৮টি সুর্যের হাসি ক্লিনিকে ২ হাজার কর্মি কর্মরত আছেন । মাঝ পথে ক্লিনিক বন্ধ করে দিলে চাকুরী হারাবেন প্রায় ২হাজার কর্মি । ২ হাজার কর্মি বেকার হলে ২ হাজার পরিবারের ১৫ হাজার সদস্য বেঁচে থাকা দূরহ হয়ে পড়বে। । মানবিক কারনে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষনে সচিব বরাবরে জেলা প্রশাসকের মাধ্যমে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছেস্মার কলিপি পেশ করা হয়।