ভাঙ্গা ও বোয়ালমারী উপজেলাকে শতভাগ বিদ্যুতায়ন ঘোষণা করলেন প্রধানমন্ত্রী

ফরিদপুর : ফরিদপুরের ভাঙ্গা ও বোয়ালমারী উপজেলাকে শতভাগ বিদ্যুতায়ন নিশ্চিত করে উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরফলে ফরিদপুরের নয়টি উপজেলার মধ্যে আটটি উপজেলা শতভাগ বিদ্যুতায়ন নিশ্চিত হয়েছে। আজ বৃহস্পতিবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে গণভবন থেকে প্রধানমন্ত্রী জেলার দুটি উপজেলাকে শতভাগ বিদ্যুতায়ন ঘোষণা করেন। উল্লেখ্য ফরিদপুরের এর আগে আরো ছয় উপজেলাকে শতভাগ বিদ্যুতায়ন ঘোষনা করা হয়।

এদিকে উদ্বোধন উপলক্ষে ফরিদপুর জেলা প্রশাসকের কার্যলয়ের সম্মেলন কক্ষে জেলা বিদ্যুত বিভাগের আয়োজিত অনুষ্ঠানে জেলা প্রশাসক অতুল সরকার, পুলিশ সুপার মো. আলীমুজ্জামান, জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঝর্না হাসান, ফরিদপুর পল্লী বিদ্যুত সমিতির জেনারেল ম্যানেজার মো. আবুল হাসানসহ কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন শ্রেনীপেশার মানুষ উপস্থিত ছিলেন।

দুই উপজেলার মধ্যে বোয়ালমারীতে ২৬৭টি গ্রামে এক হাজার তিনশ ৯৮ কিলোমিটার লাইনের মাধ্যমে ৬৮ হাজার তিনশ ৩১টি সংযোগ, ৩০ এমভিএ ক্ষমতার দুটি উপকেন্দ্র রয়েছে যার নির্মান ব্যায় ১৬৭ কোটি ৬৫ লাখ টাকা। অপরদিকে ভাঙ্গা উপজেলায় ১৫৮ টি গ্রামের ৯০৬.১৮ কিলোমিটার লাইনের মাধ্যমে ৪১ হাজার ৫০২টি সংযোগ, ৩০ এমভিএ ক্ষমতার দুটি উপকেন্দ্র রয়েছে, যার নির্মাণ ব্যায় একশ আট কোটি ৭৪ লাখ টাকা।

Leave A Reply

Your email address will not be published.

Title