নিজস্ব প্রতিবেদক : আজ বুধবার (১৭ নভেম্বর)। নির্ভীক সাংবাদিক গৌতম দাসের ১৬তম মৃত্যু বার্ষিকী। বেদনা বিধুর পরিবেশে পালিত হয়েছে সাংবাদিক গৌতম দাসের ১৬তম মৃত্যু বার্ষিকী। দিবসটি উপলক্ষে ফরিদপুরের ভাঙ্গা পৌরসভার চণ্ডীদাসদী গ্রামে গৌতম দাসের স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তারেক মাসুদ ফাউন্ডেশন ও প্রথমআলো বন্ধু সভা, সমকাল সুহৃদসহ স্থানীয় সাংবাদিক বৃন্দ।
সাংবাদিক গৌতম দাস স্মরণে তার চণ্ডীদাসদী গ্রামের বাড়িতে স্মৃতিচারণ ও আলোচনা সভার আয়োজন করে তারেক মাসুদ ফাউন্ডেশন।
এসময় উপস্থিত ছিলেন তারেক মাসুদ ফাউন্ডেশনের আহ্বায়ক ভাঙ্গা সরকারি কেএম কলেজের সাবেক অধ্যক্ষ মোসায়েদ হোসেন ঢালি, প্রফেসর সরোয়ার হোসেন, ভাঙ্গা মহিলা ফোরামের সভাপতি, মাহমুদা হোসেন, তারেক মাসুদের অনুজ ও তারেক মাসুদ ফাউন্ডেশনের সদস্য সচিব সাঈদ মাসুদ ,কমরেড লিয়াকত হোসেন, সাংবাদিক দিলিপ দাস , লেখক ও চিত্র শিল্পী মোস্তাক খান, সাহিত্যিক রুবেল শেখ প্রমুখ।
অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন প্রবীণ শিল্পী আশরাদ মাতুব্বর এবং সভাপতিত্ব করেন মিয়া বেনজির আহমেদ।
উল্লেখ্য ২০০৫ সালের ১৭ নভেম্বর ফরিদপুর শহরে রাতের আঁধারে নিজ বাসায় নির্মমভাবে হত্যা করা হয় নির্ভীক সাংবাদিক গৌতম দাস কে। ২০০৫ সালে দৈনিক সমকাল পত্রিকায় কর্মরত থাকাবস্থায় রাতের আঁধারে তাকে নৃশংসভাবে হত্যা করা হয়।