ফরিদপুর প্রতিনিধি :: ফরিদপুরের ভাঙ্গায় পুকুরের পানিতে ডুবে সানজিত শেক নামের ৪ বছর বয়সের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। হৃদয় বিদারক ঘটনাটি ঘটেছে আজ বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সকালে ১১টার দিকে উপজেলার ঘারুয়া ইউনিয়নের হাজরাকান্দা গ্রামে। শিশু সানজিত ঘারুয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক পিতা সুজন শেকের ছেলে।
এদিকে ছেলের মৃত্যুতে সুজন শেকের বাড়িতে বইছে শোকের মাতম। ফুটফুটে শিশু সানজিতের মৃত্যুর খবর গ্রামে ছড়িয়ে পড়লে গোটা এলাকায় শোঁকে নিস্তব্ধ। শোঁকাহত বাবা মাকে শান্তনা দিতে আসছেন গ্রামের সাধারণ জনগণ। কিছুতেই সন্তান হারানোর বেদনা সইতে পারছেন না সুজন শেকের পরিবার ও স্বজনেরা।
গ্রামের শিক্ষক জব্বার মিয়া জানান, আজ ১৬ ডিসেম্বর সকালে শিশুটি তার বাবা-মায়ের সাথে সকালের খাবার খায়। ছেলেকে খাওয়ানোর পরে তার মা বাড়ির কাজে ব্যস্ত হয়ে উঠেন। কিন্ত মায়ের অজান্তে শিশু সানজিতে খেলার জন্য বাড়ির বাহিরে চলে আসে। এসময় বাড়ির পাশের একটি পুরাতন পুকুরে পড়ে পানিতে ডুবে যায়।
বেশ কিছু সময়ের পর শিশুটির মা বাড়ির কোথাও তাকে দেখতে না পেয়ে বিভিন্ন জায়গায় খুঁজতে থাকে। কিন্ত সানজিতকে না পাওয়ায় বেশ উদবিঘ্ন হয়ে উঠেন পরিবারের লোকজন। এসময় কান্নায় ভেঙ্গে পড়েন শিশুটির মা। খবর পেয়ে এগিয়ে আসেন প্রতিবেশীরা। তারা সবাই মিলে সকল জায়গায় খুঁজতে থাকেন। প্রায় একঘণ্টা পরে বাড়ির পাশের পুকুরের পানিতে ভাসতে থাকে সানজিতের দেহ। এরপর শিশু সানজিত উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। এসময় হাসতালে এক হৃদয় বিদারক দৃশ্যর সৃষ্টি হয়। শিশু সানজিত পরিবারের স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠে হাসতালের করিডোর।
মামুনুর রশিদ