আবু রায়হান, জয়পুরহাটঃ বেশি দামে সার বিক্রির অপরাধে জয়পুরহাটের কালাইয়ে ৪জন সার ব্যবসায়ীর ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও কালাই উপজেলা নির্বাহী অফিসার মো. মোবারক হোসেন পারভেজ।
স্থানীয় কৃষক ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, সরকার সারের দাম নির্ধারণ করে দিলেও কালাই উপজেলার বিভিন্ন স্থানে নির্ধারিত দামের চেয়ে বেশি দামে সার বিক্রি করছে ডিলাররা।
আলু রোপন শুরু হওয়ায় ব্যাপক চাহিদার কারণে ব্যবসায়ীরা বেশি দামে সার বিক্রি করছেন এমন সংবাদের ভিত্তিতে ৬ নভেম্বর শুক্রবার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলা নির্বাহী অফিসার কালাইয়ের পাঁচশিরা বাজারে একটি ভ্রাম্মমান অভিযান পরিচালনা করে অভিযোগের সত্যতা পাওয়ায় বেশী দামে সার বিক্রির অপরাধে সার ডিলার মো. আঃ লতিফ খানকে ৩০হাজার টাকা, মো.গোলাম মস্তোফাকে ৩০হাজার টাকা, মো.আজিজার রহমানকে ৪০হাজার টাকা ও মো.মোস্তাফিজার রহমানকে ৩০হাজার টাকা জরিমানা করেছেন।
উক্ত অভিযানে কালাই উপজেলা কৃষি কর্মকর্তা নীলিমা জাহান, কালাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সেলিম মালিক সঙ্গীয় ফোর্সসহ উপস্থিত ছিলেন।