মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরের রাজৈর কামালদি পেট্রোল পাম্পের সামনে ঢাকা-বরিশাল মহাসড়কের উপর দিয়ে বিদ্যুতের ঝুলন্ত তার থেকে মাদারীপুর গামী ধানের খড়-কুটো ভর্তি চলন্ত ট্রাকে আগুন লাগে। মহাসড়কে উপরে ট্রাকে আগুন লাগার ফলে । দুই পাশের দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এসময় স্থানীয়রা এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। পরে রাজৈর ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় ঢাকা-বরিশাল মহাসড়ক ১ঘণ্টা বন্ধ থাকে এতে দুই পাসে ২ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। পরে ফায়ার সার্ভিস, হাইওযে পুলিশ ও স্থানীয়দের সহায়তায় যানচলাচল স্বাভাবিক করা।
এব্যাপারে রাজৈর ফায়ার সার্ভিস অফিসার লিডার মোহাম্মদ জাফর মোল্লা, বলেন আমরা খবর পেয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনি এখন যান চলাচল স্বাভাবিক আছে । আগুন হাই এর উপরে থাকা বিদ্যুতের তার থেকে লেগেছে। তার ও ট্রাকের উপরে থাকা খড়-কুটো সাথে ঘর্ষণ লাগায় ফায়ার দেয় এতেই আগুন লেগে যায়।