বিএনপির ভাইস চেয়ারম্যান চৌধুরী কামাল ইবনে ইউসুফ আর নেই

নিজস্ব প্রতিবেদক :: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী ও ফরিদপুরে সদর আসন থেকে পাঁচবারের নির্বাচিত সংসদ সদস্য চৌধুরী কামাল ইবনে ইউসুফ আর নেই। ইন্নালিল্লাহে ওয়া ইন্নালিল্লাহি রাজেউন। তিনি করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

আজ বুধবার (৯ ডিসেম্বর) দুপুর সোয়া ১টার দিকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ‌্য নিশ্চিত করেছেন। চৌধুরী কামাল ইবনে ইউসুফের নামাজে জানাজা ১১ ডিসেম্বর শুক্রবার বাদ জুম্মা ফরিদপুরে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন তাঁর মেয়ে নায়াব ইউসুফ।

এদিকে, চৌধুরী কামাল ইবনে ইউসুফের মৃত্যুতে শোক জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
চৌধুরী কামাল ইবনে ইউসুফের গ্রামের বাড়ি ফরিদপুরে। ১৯৮১ সালে তিনি বিচারপতি আব্দুস সাত্তার সরকারের মন্ত্রী হিসেবে দায়িত্ব নেন। ১৯৯১ সালে আবারও নির্বাচিত হন এবং বেগম খালেদা জিয়ার মন্ত্রিসভার স্বাস্থ্যমন্ত্রী হন। সর্বশেষ ২০০১ সালের নির্বাচনে জিতে খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী হয়েছিলেন তিনি।

এদিকে চৌধুরী কামাল ইবনে ইউসুফের মৃত্যুতে শোক জানিয়েছেন ফরিদপুরের ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি আলহাজ ইকবাল হোসেন সেলিম খন্দকার, সাধারণ সম্পাদক মুন্সী হাবিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক আয়ুব মোল্লাসহ ছাত্রদল, যুবদল, সেচ্ছাসেবক দলের নেতা কর্মীরা।

Leave A Reply

Your email address will not be published.

Title