নিজস্ব প্রতিবেদক: আর বাড়ছে না সাধারণ ছুটি সেইসাথে দীর্ঘ দুই মাসের বেশি সময় বন্ধ থাকার পর অবশেষে চালু হতে যাচ্ছে দেশের গণপরিবহন ব্যবস্থা। আগামী ৩১ মে থেকে স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে চলবে সব ধরনের বাস, লঞ্চ ও রেল যোগাযোগ। বুধবার রাতে তথ্যটি নিশ্চিত করেছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।
তিনি বলেন, দেশে করোনা পরিস্থিতি কবে নাগাদ ঠিক হয় তার কোনো নিশ্চয়তা নেই। এভাবে তো আর বসে থাকা যায় না। তাই প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক স্বাস্থ্যবিধি মেনে স্বল্প যাত্রী নিয়ে সীমিত আকারে চলবে সব ধরনের গণপরিবহন। এক্ষেত্রে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।
এদিকে করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে গত দুই মাস ধরে যে সাধারণ ছুটি চলছিল এবার তা আর বাড়ানো হচ্ছে না। সর্বশেষ ঘোষণায় ছুটি বর্ধিত করা হয়েছিল ৩০ মে পর্যন্ত। ঘোষণা অনুযায়ী, ওই দিনের পর সবাইকে স্বাস্থ্যবিধি মেনে অফিস করতে হবে। তবে স্কুল, কলেজসহ সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে ১৫ জুন পর্যন্ত।