বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৫জন নিহত

সিরাজগঞ্জের কামারখন্দে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৫জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন বাসযাত্রী। মঙ্গলবার সকাল ৮টার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে কামারখন্দের কোনাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোসাদ্দেক হোসেন জানানা দুর্ঘটনায় ঘটনাস্থলে ৪জন ও চিকিৎসাধীন অবস্থায় আরো একজন যাত্রী মারা গেছে। বাকিদের ২৫০শয্যা বিশিষ্ট বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের সংখ্যা আরো বৃদ্ধি পাওয়ার আশংকা রয়েছে।

শামীম শাহরীয়ার (রাফি)
সিরাজগঞ্জ প্রতিনিধি

Leave A Reply

Your email address will not be published.

Title