বাবরি মসজিদের জায়গায় রাম মন্দির নির্মাণের ভিত্তিপ্রস্তর করলেন নরেন্দ্র মোদি

আর্ন্তজাতিক ডেস্ক : ভারতের উত্তরপ্রদেশের অযোধ্যায় বাবরি মসজিদের জায়গায় রাম মন্দির নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ বুধবার স্থানীয় সময় ১২টা ৪৪ মিনিট ৮ সেকেন্ডে ভূমিপূজার মাধ্যমে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি। এ সময় মন্দির প্রাঙ্গণে পারিজাতের চারা রোপণ করেন মোদি।

অনুষ্ঠানের মূল মঞ্চে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে আরো উপস্থিত ছিলেন- উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল, সরসঙ্ঘ চালক মোহন ভাগবত। উপস্থিত ছিলেন মুসলিমসহ ৩৬ জাতির প্রতিনিধিরাও।

এ সময় নরেন্দ্র মোদি তার ভাষণে বলেন, ভারতের জন্য এ এক ঐতিহাসিক মুহূর্ত। দেশ ধর্মনিরপেক্ষতার আদর্শে উদ্বুদ্ধ এবং সেই আদর্শ অটুট থাকবে।

এদিকে কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী এক টুইট বার্তায় বলেন, রাম মন্দির ভারতের জাতীয় ঐক্যের প্রতীক। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ও এক টুইট বার্তায় জাতীয় ঐক্য প্রতিষ্ঠার ডাক দেন।

এর আগে বুধবার সকাল সাড়ে ১১টায় অযোধ্যায় পৌঁছান নরেন্দ্র মোদি। বিমানবন্দরে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এর মধ্য দিয়ে দীর্ঘ ২৯ বছর পর অযোধ্যার মাটিতে পা রাখলেন নরেন্দ্র মোদি।

রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে এদিন পুরো অযোধ্যা শহরকে সাজিয়ে তোলা হয়। মোদিই ভারতের প্রথম প্রধানমন্ত্রী, যিনি রামের জন্মভূমি পরিদর্শন করলেন।

Leave A Reply

Your email address will not be published.

Title