বাণিজ্যের আড়ালে অর্থপাচার রোধে ব্যাংকগুলোকে কঠোর নির্দেশ

নিজস্ব প্রতিবেদক: দেশ থেকে নানাভাবে অর্থ পাচারের ঘটনা ঘটছে। এর বড় অংশই হচ্ছে বাণিজ্যের আড়ালে। এর মধ্যে আমদানি-রপ্তানিতেই বেশি পাচার হয়। ওভার ইনভয়েসিং (আমদানিতে মূল্য বেশি দেখানো) এবং আন্ডার ইনভয়েসিংয়ের (রপ্তানিতে মূল্য কম দেখানো) মাধ্যমে এসব অর্থ পাচার হয়। অর্থপাচার রোধে সব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের (এমডি) কঠোর নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার।

বুধবার (১৬ আগস্ট) বিকেলে বাংলাদেশ ব্যাংকে ব্যাংকার্স সভা অনুষ্ঠিত হয়েছে। সভা শেষে এসব কথা জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মেজবাউল হক।

মেজবাউল হক বলেন, বাংলাদেশ ব্যাংক দীর্ঘদিন ওভার ইনভয়েসিং নিয়ে কাজ করেছে। আগে ওভার ইনভয়েসিংয়ের মাধ্যমে যে পরিমাণ অর্থপাচার হতো তা এখন অনেকটা কমে এসেছে। তবে এখনো আন্ডার ইনভয়েসিংয়ের মাধ্যমে ব্যাপক অর্থপাচার হচ্ছে। তাই বাণিজ্যের আড়ালে অর্থপাচার রোধে ব্যাংকগুলোকে কঠোর নির্দেশ দিয়েছে গভর্নর।

এর আগে গত ডিসেম্বর এক অনুষ্ঠানে আমদানি-রপ্তানির আড়ালে অর্থ পাচার হচ্ছে বলে জানান বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার।

তিনি বলেছিলেন, আমদানিতে ওভার ইনভয়েসিং আর রপ্তানির ক্ষেত্রে আন্ডার ইনভয়েসের মাধ্যমে বিদেশে অর্থ পাঠিয়ে দেয়া হয়েছে। এক্ষেত্রে ২০ থেকে ২০০ শতাংশ পর্যন্ত ওভার ইনভয়েস হয়েছে।

সর্বশেষ গত ৩ এপ্রিল ব্যাংকার্স সভা হয়েছিল। তিন মাস পরপর এ সভা হয়ে থাকে। আজ বিকাল ৩টায় বাংলাদেশে ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদারের সভাপতিত্বে তফসিলভুক্ত ব্যাংকের প্রধান নির্বাহী ও কেন্দ্রীয় ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা এসব বিষয়ে মতামত দিয়েছেন।

Leave A Reply

Your email address will not be published.

Title