বিশেষ প্রতিবেদক: অভিন্ন ৬টি নদীর পানি বণ্টনকে প্রাধান্য দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে যৌথ নদী কমিশনের (জেআরসি) টেকনিক্যাল কমিটির বৈঠক শুরু হয়েছে। দুই দিনব্যাপী ভার্চুয়াল এ বৈঠক শেষ হবে আগামীকাল বুধবার।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে এ বৈঠক শুরু হয়। বুধবার বিকেল ৩টায় এ বৈঠক শেষ হবে।
বাংলাদেশ ও ভারতের মধ্যকার জেআরসির টেকনিক্যাল কমিটির বৈঠকে যে ৬টি অভিন্ন নদীর পানি বণ্টন নিয়ে আলোচনা হবে, সেগুলো হলো- দুধকুমার, মনু, খোয়াই, ধরলা, মুহুরী ও গোমতী।
এ ছাড়া গঙ্গা ও তিস্তার পানি বণ্টন, সীমান্তবর্তী নদীগুলোর তীর সুরক্ষা নিয়েও এই বৈঠকে আলোচনা হবে বলে জানা গেছে।
প্রসঙ্গত, গত ১৭ ডিসেম্বর বাংলাদেশ ও ভারতের প্রধানমন্ত্রীর মধ্যে ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে তিস্তাসহ অভিন্ন নদীর পানি বণ্টনের বিষয়ে তাগিদ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
দুই দেশের শীর্ষ নেতার ওই বৈঠকের পরই বাংলাদেশ ও ভারতের মধ্যকার জেআরসির বৈঠকের প্রক্রিয়ায় গতি পায়। সেই ধারাবাহিকতায় জেআরসির টেকনিক্যাল কমিটির এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। আগামী মার্চ মাসে জেআরসির শীর্ষ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।