বসতঘরে মদ্যপ শ্বশুরের দেওয়া আগুনে দগ্ধ হয়ে পুত্রবধূর মৃত্যু

মানিকগঞ্জের শিবালয় উপজেলায় বসতঘরে মদ্যপ শ্বশুরের দেওয়া আগুনে দগ্ধ হয়ে পুত্রবধূর মৃত্যু হয়েছে। বুধবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার দূর্গম আলোকদিয়া চরে এ ঘটনা ঘটে।
নিহতের নাম লিবা খাতুন (২৭)। তিনি সোলেমানের স্ত্রী। অভিযুক্ত শ্বশুর জুলহাস (৫৫) আলোকদিয়া চরের কেটি আরদোসের ছেলে ।
এ ঘটনায় দগ্ধ হয়েছেন জুলহাসের মেয়ের জামাই বিল্লাল হোসেন। আহত বিল্লালকে পাবনায় চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
লিরার স্বামী রাজশাহীতে একটি কোম্পানিতে এস্কেভেটর (খননযন্ত্র) অপারেটর হিসেবে কর্মরত। তিনি বাড়িতে ছিলেন। লিবা দুই মেয়ে ও এক ছেলে সন্তানের জননী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মদ্যপ জুলহাস রাত ৩টার দিকে তাদের টিনের ঘরে আগুন লাগিয়ে দেয়। ঘরের ভেতর স্যালো মেশিনের তেল থাকায় ঘরটিতে দ্রুত আগুন লেগে যায়। এসময় ঘরে থাকা অন্তঃসত্ত্বা পুত্রবধূ লিবা অগ্নিদগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান।
গুরুতর আহত হন তার মেয়ের জামাই বিল্লাল হোসেন। আহত বিল্লালকে পাশ্ববর্তী পাবনা জেলায় চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
ঘটনার সত্যতা স্বীকার করে শিবালয় থানার ওসি ফিরোজ কবির জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Leave A Reply

Your email address will not be published.

Title