বনপাড়া হাইওয়ে পুলিশের উদ্যোগে যানবাহনের যাত্রীদের মাঝে মাস্ক ও লিফলেট বিতরণ

0

“মাক্স পড়ার অভ্যেস-করোনা মুক্ত বাংলাদেশ” এই স্লোগানে নাটোরের বড়াইগ্রামের মহাসড়কের বিভিন্ন যানবাহনের যাত্রী-চালক-হেলপারদের মাঝে মাক্স ও লিফলেট বিতরণ করা হয়েছে।
রবিবার সকালে বনপাড়া হাইওয়ে থানার উদ্যোগে এই মাক্স ও লিফলেট বিতরণ করা হয়।
যানবাহনের চালক-হেলপারসহ সহস্রাধিক যাত্রীদের মাঝে এই মাস্ক ও লিফলেট বিতরণ করেন বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শফিকুল ইসলাম,এসআই আনোয়ার হোসেন, এটিএসআই গোলাম মাসুম, সার্জেন্ট ইসরাফিল আলম,জাতীয় শ্রমিক লীগের বড়াইগ্রাম উপজেলা শাখার সভাপতি মোস্তফা বেপারী সহ পুলিশের সদস্যরা।
ওসি খন্দকার শফিকুল ইসলাম জানান,সম্প্রতি করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে গেছে। যার ফলে করোনা সংক্রমণ প্রতিরোধে বাংলাদেশ পুলিশ একযোগে সারাদেশে সচেতনতামূলক লিফলেট ও মাক্স বিতরণ কর্মসূচী গ্রহণ করেছে। তারই ধারাবাহিকতায় আমরাও এই মাস্ক ও লিফলেট বিতরণ করছি যাতে করে জনগনের মাঝে সচেতনতা বৃদ্ধি পায়।আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।

অমর ডি কস্তা,
নাটোর প্রতিনিধি

Leave A Reply

Your email address will not be published.

Title