নাটোর প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামের বনপাড়া হাইওয়ে থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) মোজাফ্ফর হোসেন যোগদান করেছেন। বুধবার থেকে তিনি নতুন কর্মস্থল বনপাড়া হাইওয়ে থানায় অফিসিয়াল কাজ শুরু করেছেন। বিদায়ী ওসি খন্দকার শফিকুল ইসলাম পাবনার পাকশী হাইওয়ে থানায় যোগদান করেছেন।
নব যোগদানকৃত ওসি মোজাফ্ফর হোসেন এর আগে টাঙ্গাইল গোড়াই হাইওয়ে থানার দায়িত্বে ছিলেন। তিনি নারায়ণগঞ্জ বন্দরের লাঙ্গলবন্দ এলাকার মো. আলাউদ্দিন প্রধানের পুত্র।
বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাবের সভাপতি অমর ডি কস্তা ও সাধারণ সম্পাদক পিকেএম আব্দুল বারী, বড়াইগ্রাম উপজেলা প্রেসক্লাবের সভাপতি মু.অহিদুল হক বিদায়ী ওসি খন্দকার শফিকুল ইসলামকে বিদায়ী সংবর্ধনা ও নবনিযুক্ত ওসি মোজাফ্ফর হোসেনকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।