বদলগাছীতে মাটিবাহী ট্রাক উল্টে চালকের মৃত্যু

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি:নওগাঁর বদলগাছীতে মাটিবাহী ট্রাক উল্টে ঘটনাস্থলেই চালক নিহত হওয়ার ঘটনা ঘটেছে।গ্রামবাসীর ভাষ্যে জানা যায়, সোমবার সকাল ৮টায় উপজেলার পাহাড়ারপুর ইউপির মালঞ্চা গ্রামের মুসা ও শরিফুলের একটি গর্ত থেকে এক্সকেভেটর (ভিকো)মেশিন দিয়ে মাটি ব্যবসায়ী ওয়াদুদ ইটভাটায় মাটি বিক্রি করছিল। ভিকো দিয়ে ট্রাকে মাটি বোঝাই করে ট্রাক চালু করলে ট্রাকের চাকা দেবে ট্রাকের ইঞ্জিন উল্টে যায়। এসময় চালক ইঞ্জিনের চাপায় ঘটনাস্থলেই মৃত্যু বরণ করেন। বিষয়টি ধামাচাপা দিতে সংশ্লিষ্টরা সাথে সাথেই হাসপাতালে নেওয়ার নাম করে ঘটনাস্থল থেকে লাশ সরিয়ে তড়িঘড়ি করে দাফন সম্পন্ন করে ফেলেন।নিহত ট্রাক চালক মেরাজুল ইসলাম(৩৫) পাশ্ববর্তী জয়পুরহাট জেলার সদর থানার ভাতশা ইউনিয়নেরচকমোহন গ্রামের মৃত আনছার আলীর ছেলে বলেজানা যায়।
এবিষয়ে বদলগাছী থানার ভারপ্রাপ্তকর্মকর্তা মোঃ আতিকুল ইসলাম জানান, বিষয়টি শুনেছি কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করা হবে।

Leave A Reply

Your email address will not be published.

Title