বদলগাছী(নওগাঁ)প্রতিনিধিঃ নওগাঁর বদলগাছীতে ফসলী জমিতে মাটি কেটে ইট ভাটায় দেওয়ার অপরাধে ভ্র্যাম্যমান আদালতের ম্যধ্যমে ৩১ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ সুমন জিহাদী।
জানা যায় উপজেলা আধাইপুর ইউনিয়নের মুক্তি নগর মৌজার প্রায় তিন বিঘা ফসলী জমিতে ড্রেজার মিশিন দিয়ে মাটি কেটে ট্রাক যোগে ইট ভাটায় দেওয়ার অপরাধে মাটি ব্যবসায়ী মুক্তি নগর গ্রামের নিহার চন্দ্র এর ছেলে পুনি চন্দ্র বর্মনের ৩০ হাজার ও ধামুইর হাট উপজেলার কাজি পাড়া গ্রামের কমল চন্দ্র এর ছেলে ট্রাক ড্রাইভার রিদয় চন্দ্রকে ১ হাজার টাকা জরিমানা করে ভ্র্যাম্যমান আদালত। উপজেলা সহকারী কমিশনার সুমন জিহাদী বলেন জমির শ্রেনীর পরিবর্তন কোন ভাবেই করা যাবে না। ভ্র্যাম্যমান আদালতের কার্যক্রম চলবে।