টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতুর পূর্বপাড়ের মূল গাইড রক্ষা বাঁধে ব্যাপক ভাঙন দেখা দিয়েছে। মূল সেতু থেকে ৪০০ মিটার দক্ষিণ-পূর্ব পাশে বৃহস্পতিবার বিকাল ৩টা থেকে শুরু হওয়া ভাঙনে হুমকির মুখে রয়েছে বঙ্গবন্ধু সেতু। এছাড়াও বাঁধটি পুরোপুরি ভেঙে গেলে সেতুর আশপাশের এলাকা বেলটিয়া, গড়িলা বাড়ি, আলীপুর, সিংগুলী, ভৈরব বাড়ি, পুলী ও কাকুয়া গ্রামের হাজার হাজার বসতভিটা ও ফসলি জমি। ইতিমধ্যেই বাঁধের ২০০মিটার এলাকায় ধ্বসে গেছে। এতে প্রায় ৫০ মিটার গভীরতার সৃষ্টি হয়েছে। ভাঙন ঠেকাতে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ এখন পর্যন্ত কোন ধরনের পদক্ষেপ গ্রহন করেনি। স্থানীয়দের অভিযোগ বৃহস্পতিবার বিকাল থেকে ভাঙন শুরু হলেও এখন পর্যন্ত কোন পদক্ষেপ গ্রহন করেনি বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ । যেভাবে ভাঙন শুরু হয়েছে এভাবে ভাঙন অব্যাহত থাকলে সেতুর পূর্বপাড়ের মূল গাইড রক্ষা বাঁধের পুরোটাই নদী গর্ভে চলে যাবে। তারা দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহনের দাবী জানিয়েছেন। ভাঙনের সত্যতা স্বীকার করে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের তত্বাবধায়ক প্রকৌশলী তোফাজ্জল হোসেন জানান, ভাঙন ঠেকাতে বঙ্গবন্ধু সেতু সাইট অফিসে নির্দেশনা দেয়া হয়েছে।