কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে প্রথমবারের মত বগুড়া পৌরসভায় ইভিএমের মাধমে ভোট গ্রহন শুরু হয়েছে। একুশটি ওয়ার্ডে একশত তেত্রিশটি কেন্দ্রে আটশত ত্রিশটি বুথে উৎসবমুখর পরিবেশ ভোট দিচ্ছে ভোটাররা। কেন্দ্রগুলোতে সকাল থেকেই ভোটার উপস্থিতি অনেক বেশি। ভোট কেন্দ্রে সহিংসতা এড়াতে বিপুল সংখ্যক পুলিশ, র্যাব, আনসার সদস্য নিয়োগ করা হয়েছে। এছাড়াও ষোল প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। বগুড়া পৌর সভায় চারজন মেয়র, পঞ্চাশটি সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর ও একশত ত্রিশ জন কাউন্সিলসহ একশত চুরাশিজন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করেন।