বগুড়ার শেরপুরে অভ্যন্তরীণ ধান ও চাল সংগ্রহের উদ্বোধন

বগুড়া প্রতিনিধি: বগুড়ার শেরপুরে চলতি মৌসুমে শেরপুর ও মির্জাপুর খাদ্য গুদামে অভ্যন্তরীন ধান ও চাল সংগ্রহ শুরু হয়েছে।
১০ মে সোমবার বেলা সাড়ে ১১টায় ধানও চাল সংগ্রহ কাজের উদ্বোধন করেন শেরপুর-ধুনট নির্বচানী এলাকার সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ হাবিবর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ময়নুল ইসলাম, শেরপুর থানার অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সেকেন্দার রবিউল ইসলাম, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি দীপক কুমার সরকার, শেরপুর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাশেদুল ইসলাম, মির্জাপুর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম রব্বানী, শেরপুর থানা চাউল কল মালিক সমিতির সভাপতি আব্দুল কুদ্দুস ভুইয়া, সাধারণ সম্পাদক আলিমুল রেজা হিটলার, উপজেলা কৃষকলীগের সভাপতি আবুল কালাম আজাদ প্রমূখ।
এ বিষয়ে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সেকেন্দার রবিউল ইসলাম জানান, চলতি মৌসুমে উপজেলার লটারীর মাধ্যমে নির্বাচিত কৃষকদের কাছ থেকে ২ হাজার ৯০০ মেট্রিকটন ধান সংগ্রহ করা হবে। প্রত্যেক কৃষক ১ থেকে ৩ টন ধান দিতে পারবেন। এ ছাড়াও ৭টি অটো রাইস মিল সহ ৩৭০ জন মিলারদের কাছ থেকে ১৫ হাজার ১৫৪ মেট্রিকটন চাল সংগ্রহ করা হবে।

Leave A Reply

Your email address will not be published.

Title