ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ জালিম, এ জলিমের সাথে যারা থাকবে তারাও জালিম : আল্লামা আব্দুল হামিদ

নিজস্ব প্রতিনিধঃ  ফ্রান্স বিরোধী স্লোগানে প্রকম্পিত কেরানীগঞ্জের রুহিতপুরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর বিতর্কিত বক্তব্য এবং ফ্রান্সের ইসলামবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে আজ শনিবার (৩১অক্টোবর) বিক্ষোভ করেন কয়েক হাজার ধর্মপ্রাণ ইসলামি তৌহিদ জনতা।ঢাকা জেলার কেরানীগঞ্জ উপজেলার রুহিতপুর ইউনিয়নে বাতিল প্রতিরোধ পরিষদ বাংলাদেশ ও মুসলিম উম্মাহ ঐক্য পরিষদ যৌথ ভাবে প্রতিবাদ সভা ও বিক্ষোভ সমাবেশ শেষে মিছিল রুহিতপুর বাজার ব্রীজ সংলগ্ন রুহিতপুর আল- আমীন জামে মসজিদ সামনে থেকে মিছিল বের হয়ে রামেরকান্দা ইস্পাহানী বিশ্ব বিদ্যালয় সংলগ্ন রামেরকান্দা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে আলহাজ আল্লামা অাব্দুল হামিদ পীর সাহেব মধুপুর মোনাজাত করেন এবং বিক্ষোভ মিছিল সমাপ্ত ঘোষণা করেন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আলহাজ হযরত মাওলানা অাব্দুল হামিদ পীর সাহেব মধুপুর। মুসলিম উম্মাহ ঐক্য পরিষদের সভাপতি আল্লামা মূফতি জাহিদুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বাতিল প্রতিরোধ পরিষদ বাংলাদেশ সভাপতি হাজী জালাল উদ্দিন বকুল, আলহাজ মাওলানা নুরুল হক হামিদী মোহতামীম ধর্মশুর হামিদিয়া মাদ্রাসা, হাফেজ মাওলানা জহিরুল ইসলাম ইসলামী আন্দোলন যুবনেতা, মূফতি আবু রায়হান মোহতামীম খাড়াকান্দী মাদ্রাসা, মাওলানা নুর আহমেদ জিহাদী মোহতামীম শাহপুর ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা, মাওলানা আইয়ুব আলী সিদ্দিকী মোহতামীম কামার্তা ইসলামিয়া মাদ্রাসা, আলহাজ মাওলানা আবদুর রউফ বিক্রমপুরী নায়েবে মোহতামীম ধর্মশুর হামিদিয়া মাদ্রাসা , মাওলানা মজিবুর রহমান হামিদী নায়েবে আমীর খেলাফত আন্দোলন বাংলাদেশ,মূফতি সুলতান মহিউদ্দিন, মাওলানা মামুনুর রশীদ, মাওলানা মূফতি ওয়ালী উল্লাহ বিন কুতুব, মাওলানা বিন ইয়ামিন প্রিন্সিপাল লাখিরচর হামিদীয়া মজিদিয়া মাদ্রাসা, হাজী আব্দুল মান্নান মেম্বার প্রমুখ। বাংলাদেশে সাধারণ জনগণ জানান, অবলম্বে যেন ফরাসি দূতাবাস বন্ধ করা হয়। কোনভাবেই নবী (স.) কে অপমান সহ্য করা হবে না। ইসলামবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে বড় ধরনের বিক্ষোভ হয়েছে ঢাকসহ বিশ্বের বিভিন্ন দেশে। এসব বিক্ষোভ থেকে অবিলম্বে ফ্রান্সকে ক্ষমা চাওয়ার আহ্বান জানানো হয়। অন্যথায় আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বিক্ষুব্ধরা তৌহিদী জনতা। মহানবী হযরত মুহাম্মদ (স.) কে অবমাননার প্রতিবাদে ফুঁসছে বাংলাদেশের প্রতিটি ইসলামি তৌহিদী জনতা মুসলিম মিল্লাত । বাংলাদেশের প্রতিটি মসজিদ ও মাদ্রাসা পক্ষ থেকেও প্রতিবাদ জানানো হয়েছে। ফরাসি প্রেসিডেন্টের বিতর্কিত বক্তব্যের প্রতিবাদে উত্তাল মুসলিম বিশ্ব। ইতিমধ্যে অনেক মুসলিম দেশ ফ্রান্সের পণ্য ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছে। ওলামায়ে কেরাম নেতারা জানান। মধুপুর পীর সাহেব রাষ্ট্রীয় ক্ষমতা থেকে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ যে হযরত মুহাম্মদ (স.) নিয়ে যে মন্তব্য করেছেন,ফেরাউন, নমরুদের যেদশা হয়েছিল, এ জালিমের সে দশা হবে, ম্যাক্রোঁ জালিমের সাথে যারা থাকবে তারাও জালিম এর জন্য আজকে সারা বিশ্বের মুসলমান সমাজ ক্ষুব্ধ। আর এ ধরনের মন্ত্যবের প্রতিবাদ করছি,ঘৃণাভরে ধিক্কার জানাচ্ছি।

Leave A Reply

Your email address will not be published.

Title