বিশ্বব্যাপী নারী নির্যাতন বিরোধী এ- ক্যাম্পেইনে আলোকিত ভবিষ্যৎ ও নারী ও কন্যা শিশু নির্যাতন মুক্ত সমাজ প্রতিষ্ঠা করার লক্ষে ‘কমলা রঙ্গের বিশ্বে নারী, বাধার পথ দেবেই পাড়ি’ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ফরিদপুরের ভাঙ্গায় নারী উন্নয়ন ফোরাম কর্তৃক পরিকল্পনা সভা আজ সকালে অনুষ্ঠিত হয়েছে। ভাঙ্গা উপজেলা পরিষদ সেমিনার কক্ষে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন,ভাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার রকিবুর রহমান খান, ইএএলজি ডিস্ট্রিক্ট ফ্যাসিলিটেটর মনির হোসেন মজুমদার, ইএএলজি মনিটরিং টিম সুপারভাইজার অবায়দুল হক, ভাঙ্গা উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা ইছাহাক মোল্লা, জাইকা প্রতিনিধি শিউলী বেগম, মহিলা কমিশনার আঞ্জমানআরা বকুলসহ নারী উন্নয়ন ফোরাম-এর বিভিন্ন উনিয়নের প্রতিনিধি ও ইউনিয়ন পরিষ নারী সদস্যরা।
কার্যকর ও জবাবদিহিমূলক স্থানীয় সরকার প্রকল্প ইএএলজির আয়োজনে অনুষ্ঠিত সভার সভাপতিত্ব করেন ভাঙ্গা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও নারী উন্নয়ন ফোরাম শাখার সভাপতি পারুলী বেগম।