মতলব সংবাদদাতা : ”জেনে বুঝে বিদেশ যাই, অর্থ-সম্মান দুটোই পাই” এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা শীর্ষক প্রেস বিফিং অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য এ্যাড. নুরুল আমিন রুহুল। তিনি বলেন, প্রবাসি ভাই’রা পদে পদে হয়রানীর শিকার হয়। এসকল হয়রানী বন্ধ করতে হবে। তাদের উপার্জিত অর্থ দিয়ে বাংলাদেশের অর্থনীতি সচ্ছল থাকে। কিন্তু আমরা অনেকেই তাদের যথাযথ সম্মান করি না। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রবাসিদের হয়রানী বন্ধে কার্যকর ভূমিকা গ্রহন করেছেন এসকল তথ্য তাদের মাঝে ছড়িয়ে দিতে হবে।