প্রতিবন্ধী সম্পর্কে ‘নেতিবাচক মানসিকতা’ পরিহারের আহ্বান প্রধানমন্ত্রীর

বৈষম্য মুক্ত সমাজ প্রতিষ্ঠায় প্রতিবন্ধী ব্যক্তিদের সম্পর্কে ‘নেতিবাচক মানসিকতা’ পরিহার করার জন্য জনগণের প্রতি আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘আমরা প্রতিবছরই অত্যন্ত মর্যাদার সঙ্গে প্রতিবন্ধী দিবস পালন করি। কেউ পেছনে পড়ে থাকবে না—এই লক্ষ্য নিয়ে আমরা প্রতিবন্ধীদের নিয়ে কাজ করছি।’ সরকার নানা উদ্যোগ নিয়েছে জানিয়ে তিনি বলেন, ‘প্রতিবন্ধিতা নানা কারণে হয়। যে কেউ এরকম হতে পারেন। অটিজমের কারণ এখনও জানা যায়নি। তবে তাদের প্রতি আমাদের মানসিকতা বদলাতে হবে।

বৃহস্পতিবার সকালে রাজধানীর মিরপুরে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনে ২৮তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২১তম জাতীয় প্রতিবন্ধী দিবস ২০১৯ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে এ কথা বলেন।

তিনি আরো বলেন,আমরা চাই দেশের উন্নয়ন এবং আমরা প্রতিবন্ধী ব্যক্তিদের গুরুত্ব দিচ্ছি যাতে তারা উন্নয়ন থেকে পিছিয়ে না থাকে।

Leave A Reply

Your email address will not be published.

Title