নিজস্ব প্রতিবেদক: করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে সোমবার (৫ এপ্রিল) থেকে আগামী ১১ এপ্রিল পর্যন্ত কঠোর বিধি-নিষেধ আরোপ করেছে সরকার। এ বিধি-নিষেধের কারণে বাংলাদেশ পুলিশের সব ধরনের বিভাগীয় পরীক্ষা স্থগিত করা হয়েছে।
রোববার (৪ এপ্রিল) পুলিশ সদর দফতরের এআইজি (রিক্রুটমেন্ট অ্যান্ড ক্যারিয়ার প্ল্যানিং-২) মোহাম্মদ নাসিরুল ইসলামের সই করা এক স্বারক বিজ্ঞপ্তিতে পরীক্ষা স্থগিত করা হয়। বর্তমানে পুলিশের দুটি পদে বিভাগীয় পদোন্নতি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছিল।
স্বারক বিজ্ঞপ্তিতে জানানো হয়, পুলিশের এএসআই থেকে এসআই (নিরস্ত্র) ও এটিএসআই থেকে টিএসআই পদে পদোন্নতির পরীক্ষা অনিবার্য কারণবশত স্থগিত করা হলো। সেইসঙ্গে পূর্বনির্ধারিত তারিখের পুলিশের অধস্তন কর্মকর্তা ও কর্মচারীদের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা (সাপ্লিমেন্টারি) ২০২০-এর সব কার্যক্রম অনিবার্য কারণবশত স্থগিত করা হলো।
এসব পদে পরীক্ষার পরবর্তী তারিখ ও সময় পরে জানিয়ে দেয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
উল্লেখ্য, এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে বিভিন্ন তারিখে এই পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।