পুলিশের-বিএনপি সংঘর্ষ: ছাত্রদলের ৬ নেতাকর্মী ঢামেকে

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর ধোলাইখালে পুলিশের সাথে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষে ছাত্রদল নেতাসহ ছয়জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

শনিবার বেলা ১২টার পর একে একে তারা হাসপাতালে আসেন।

আহতরা হলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহসভাপতি মহিউদ্দিন রুবেল, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির নাট্যবিষয়ক সম্পাদক এনামুল হক এনাম, কবি নজরুল কলেজের ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান আবির, কলাবাগান থানা ছাত্রদলের সভাপতি জাকিরুল আলম, পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আব্দুল আজিজ মাহমুদ ও বিএনপিকর্মী ওবায়দুল।

আহতরা জানান, তারা ধোলাইখালে বিএনপির পূর্বঘোষিত অবস্থান কর্মসূচিতে অংশ নেন। তখন পুলিশ তাদের বাধা দেয়। একপর্যায়ে পুলিশের শটগানের গুলি এবং ইটপাটকেলে আঘাতে তারা আহত হন।

চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, তাদের কয়েকজনের শরীরে শটগানের গুলি এবং ইট-পাথরের আঘাত রয়েছে। সবাই চিকিৎসাধীন।

Leave A Reply

Your email address will not be published.

Title