মোঃমিজানুর রহমান: পিরোজপুর থেকে ঢাকায় যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে পার্শবর্তী খালে পড়ে যাওয়ার পরও প্রাণে বেঁচে গেছে ওই বাসে থাকা ছয় যাত্রী। বৃহস্পতিবার রাতে দিকে পিরোজপুর সদর উপজেলার পিরোজপুর-গোপালগঞ্জ-ঢাকা সড়কের পাঁচপাড়া এলাকায় নিয়ন্ত্রন হারিয়ে তৈশী পরিবহনের ওই বাসটি খালে পড়ে যায়। বরগুনা জেলার পাথরঘাটা থেকে ছেড়ে আসা বাসটি পিরোজপুরের উপর দিয়ে ঢাকায় যাচ্ছিল।
খবর পেয়ে পিরোজপুর ও নাজিরপুর ফায়ার স্টেশন থেকে তিনটি টিম সাথে সাথেই ঘটনাস্থলে গিয়ে ছয় জনকে উদ্ধার করে। এদের মধ্য থেকে তিনজনকে পিরোজপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তবে এ ঘটনার পর বাসের চালককে পাওয়া যায়নি।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন অতিরিক্ত পুলিশ সুপার মঈনুল হাসান, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী শাহনেওয়াজ, পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাঃ নূরুল ইসলাম বাদল। তবে আধুনিক যন্ত্র না থাকায় তাৎক্ষণিকভাবে বাসটিকে উদ্ধার করতে পারেনি ফায়ার সার্ভিস।