পাকিস্তানবিরোধী সন্ত্রাসীদের দমনে কমিশন গঠন করেছে তালেবান

নিজস্ব প্রতিবেদক: আফগানিস্তানে অবস্থান করে পাকিস্তানবিরোধী সন্ত্রাসী কার্যক্রমে জড়িতদের দমনে একটি কমিশন গঠন করেছে তালেবান। উচ্চক্ষমতাসম্পন্ন এই কমিশনে পাকিস্তানবিরোধী উগ্রবাদীদের ওই প্রতিবেশী দেশে সহিংসতা বন্ধ করা এবং পরিবারসহ সীমান্তের অপর পারে তাদের নিজেদের দেশে ফিরে আসার ব্যাপারে কাজ করছে। ভয়েস অব আমেরিকা একটি নির্ভরযোগ্য সূত্র থেকে এই খবর পেয়েছে।

সূত্রটি জানিয়েছে তালিবান প্রধান হায়বাতুল্লাহ আখুনজাদা ইসলামাবাদের অভিযোগের পরিপ্রক্ষিতে এই ত্রিপক্ষীয় প্যানেল গঠন করেন। ইসলামাবাদ অভিযোগ করেছে যে তেহরিকে তালিবানে পাকিস্তান (টিটিপি) , যারা পাকিস্তানি তালিবান নামেই পরিচিত, তারা আফগানিস্তান থেকে সীমান্ত পেরিয়ে সন্ত্রাসী হামলা চালানোর পরিকল্পনা করছে।

ইসলামাবাদের ওই সূত্রটি বলছে, ‘আফগান তালিবান কমিশনটি টিটিপি নেতাদের হুঁশিয়ার করে পাকিস্তানের সাথে তাদের সমস্যার নিষ্পত্তি করতে এবং পাকিস্তানি সরকারের কাছ থেকে সম্ভাব্য ক্ষমা পেয়ে সপরিবারে স্বদেশে ফিরে আসতে বলেছে।

এ ব্যাপারে একটি গোপন সূত্র নাম না প্রকাশ করার শর্তে বিস্তারিত ঘটনাটি প্রকাশ করেছে । তারা বলছে, বিষয়টি স্পর্শকাতর এবং মিডিয়ার কাছে কথা বলার অনুমতি তাদের নেই।

এ বিষয়ে পাকিস্তান ও আফগানিস্তানের তালিবান কর্মকর্তারা প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি।
সূত্র : ভয়েস অব আমেরিকা

Leave A Reply

Your email address will not be published.

Title