পর্তুগালের পররাষ্ট্র প্রতিমন্ত্রী সাথে বাংলাদেশ কমিউনিটি অব পোর্তগাল নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা

পর্তুগালের পররাষ্ট্র প্রতিমন্ত্রী সাথে বাংলাদেশ কমিউনিটি অব পোর্তগাল নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ কমিউনিটি অব পর্তুগাল এর নিমন্ত্রণে পর্তুগাল সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডঃ জোসে লুইস কারনেইরোর নেতৃত্বে ২ জন মন্ত্রী ১৬ জন সংসদ সদস্য সহ ক্ষমতাসীন সোস্যালিস্ট পার্টির ৩০ সদস্যর একটি প্রতিনিধি দল পর্তুগালের প্রাচীন ও বন্দর নগরী শহর পোর্তোর বাংলাদেশ কমিউনিটি অব পোর্তোর নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভা ও নৈশ ভোজে অংশ নেয়। সংগঠনের সভাপতি শাহ আলম কজলের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আব্দুল আলিমের সার্বিক সহযোগীতায় মতবিনিময় সভায় পররাষ্ট্র প্রতিমন্ত্রীর নেতৃত্বে যোগদেন সদ্য পদত্যগকারী পর্তুগালের স্বরাষ্ট্র মন্ত্রী কনস্টানসা উরবানা, বর্তমান পরিবেশ মন্ত্রী ডঃ মাতোস ফারনান্দেস, পর্তুগাল বর্ষীয়ান রাজনীতিবিদ ও বুদ্ধিজীবী সংসদ সদস্য ডঃ আলেকসান্দ্রো কিনতিলা, ডঃ রেনাটো সামপাইও, ডঃ টিয়াগো বারবজা, জোয়ানা লিমা সহ ১৬ জন সংসদ সদস্য ও পোর্তোর সোস্যালিস্ট পার্টির নেতৃবৃন্দ।

Leave A Reply

Your email address will not be published.

Title