নিজস্ব প্রতিবেদক : প্রথমবারের মতো পদ্মা সেতু নির্মান কাজ শেষ হওয়ার কথা থাকলেও, আরেক দফায় বাড়িয়ে ২০২২ সালের নাগাদ সময়সীমা নির্ধারণ করা হয়েছে।
বুধবার সময় বাড়ানোর ক্ষেত্রে করোনাভাইরাসের সংক্রমণের কথা উল্লেখ করেছেন অর্থমন্ত্রী। সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে অর্থমন্ত্রী বলেন, করোনাভাইরাস সবকিছু ওলট-পালট করে দিয়েছে। স্বাভাবিকভাবেই এর প্রভাব পড়েছে পদ্মা সেতুর নির্মাণ কাজে। আমাদের টার্গেট অনুযায়ী ২০২১ সালের জুন মাসের মধ্যেই নির্মাণ শেষ হওয়ার কথা ছিল। তবে এখন নির্মাণ কাজ শেষ হতে আরো এক বছরেরও বেশি সময় লাগার কথা।
দেশে করোনার প্রাদুর্ভাব শুরু হওয়ার বেশ কিছুদিন পরও সেতুর নির্মাণ কাজ চলছিল, তাহলে কেন নির্ধারিত সময়ের চেয়ে নির্মাণের সময়সীমা আরো দেড় বছর বেড়ে গেল, এই প্রশ্নের উত্তর জানা যায়নি।
২০১৪ সালের শেষাশেষি নির্মাণ শুরু হওয়া পদ্মা বহুমুখী সেতু বাংলাদেশের অন্যতম বড় প্রকল্প। প্রথমবারের মতো এর নির্মাণ শেষ হওয়ার টার্গেট রাখা হয়েছিল ২০২০ সাল। পরে সেটা বাড়িয়ে নেওয়া হয় ২০২১ সালের জুন মাসে। সর্বশেষ ঘোষণায় আরো বাড়িয়ে ২০২২ সালের নাগাদ সময়সীমা নির্ধারণ করা হয়েছে।