তৈয়বুর রহমান, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি: একজন জনপ্রতিনিধিকে সবচেয়ে বেশি সচেতন থাকতে হয়। কিভাবে এলাকার উন্নয়ন করবো। তাই প্রত্যেক জনপ্রতিনিধিকে সচেতন হতে হবে। আমার দৃঢ় বিশ্বাস নৌকা ডুবার কোন শক্তি কালীগঞ্জ উপজেলায় তৈরি হয় নাই। নৌকা দিয়ে উন্নয়ন হয়। এমন উন্নয়নের মার্কা আর কোথাও খুঁজে পাবেন না। নৌকায় ভোট দিলে পৌরবাসীর ভাগ্যোন্নয়ন হবে। আমারদের নৌকা সামনে এগিয়ে যাবে, এই নৌকা কোন ছিদ্র নৌকা নয়, শক্তিশালী নৌকা।
আগামী পৌর নির্বাচনে মেয়র প্রার্থী হিসাবে একটি ভাল মানুষকে নৌকা প্রতীক মনোনয়ন দেয়া হয়েছে। এলাকার উন্নয়নে যা করা দরকার নৌকা মাকায় করবে। নৌকার বিকল্প বাংলাদেশে আর কোন দ্বিতীয় প্রতীক হতে পারে না। যারা বঙ্গবন্ধুকে হত্যা করেছে তাদেরকে আমরা কোন ভাবেই ক্ষমতার মসনতে বসাতে পারিনা। এই হোক আমাদের আজকের অঙ্গীকার। অত্যন্ত দুঃখের বিষয় যিনি পৌরসভার মেয়র হয়েছেন তিনি বিগত দিনে এলাকার কোনো উন্নয়নই করেননি।যে সব উন্নয়ন হয়েছে আমার তহবিল থেকে করা হয়েছে। তিনি তো বঙ্গবন্ধুর নামও মুখে উচ্চারণ করেন না। তারা স্বাধীনতাকে বিশ্বাস করেন না। পৌর পিতা নির্বাচনে ভুল হলে দুর্ভোগ জনগণকেই পোহাতে হবে। প্রকৃত পৌর সেবা পেতে নৌকায় ভোট দিতে হবে। কেন্দ্রীয় আ’লীগের মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি প্রধান অথিতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কালীগঞ্জ পৌর ৫ নম্বর ওয়ার্ড আ’লীগের উদ্যোগে মহান বিজয় দিবসে আলোচনা সভা ও দোয়া মাহফিলে বুধবার সন্ধ্যায় পৌর ৫ নং ওয়ার্ড আ’লীগের সভাপতি ফজলুল হক বাবুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শহীদুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন-কেন্দ্রীয় আ’ লীগের মহিলাবিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি এমপি।
এসময় উপস্থিত ছিলেন জেলা আ’লীগের যুগ্ম সম্পাদক অ্যাড. আশরাফী মেহেদী হাসান, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন পলাশ, উপজেলা আ’লীগের সহ-সভাপতি শরিফুল ইসলাম সরকার তোরণ, পরিমল চন্দ্র ঘোষ, সাধারণ সম্পাদক এইচ এম আবু বকর চৌধুরী, যুগ্ম সম্পাদক কাজী বশির উদ্দিন, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম মোড়ল, সদস্য আলহাজ্ব আব্দুল জলিল শেখ, আশরাফুল আলম রিপন, পৌর আ’লীগের সভাপতি এস এম রবিন হোসেন, সাধারণ সম্পাদক মো. কামরুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রফিকুল ইসলাম সিজু, কালীগঞ্জ শ্রমীক কলেজের সাবেক ভিপি আবুল হাসনাত চৌধুরী টুটুল, উপজেলা যুব মহিলা লীগের আহবায়ক পিয়ারা বেগম শান্তা, উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. তানভীর মোল্লা, সাধারণ সম্পাদক ওয়াহিদ হাসান প্রমুখ।