নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ১২ নং কুতুবপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সিরাজ পন্ডিত বাড়িতে আদালতের নির্দেশ অমান্য করে জোরপূর্বক সম্পত্তি দখলের চেষ্টা চলছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে এলাকায় বিরুপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
জানা গেছে, সিরাজ পন্ডিত বাড়ির মৃত আবদুল বারিকের পুত্র আবদুল আলীদের সাথে একই বাড়ির মৃত মুরাদেজ্জামানের পুত্র আবুল হোসেনদের দীর্ঘদিন থেকে সম্পত্তি সংক্রান্ত বিরোধ চলছে। এ ঘটনায় থানায় ও আদালতে একাধিক মামলা মোকদ্দমান চলমান রয়েছে। আবুল হোসেনগংরা আবদুল আলীগংদের সম্পত্তি দখলের চেষ্টা করলে তিনি বাদী হয়ে আদালতে ২০১৮ সালে ৬৩৭/২০১৮ পিটিশন মামলা দয়ের করেন। আদালত বিরোধীয় সম্পত্তিতে স্থিতাবস্থায় বজায় রাখার জন্য উভয় পক্ষকে আদেশ দেন। আদালতের নির্দেশনা মতে বেগমগঞ্জ মডেল থানার এএসআই রেজাউল তা বাস্তবায়নের জন্য উভয় পক্ষকে নোর্টিশ পাঠান। কিন্ত আবুল হোসেনগংরা আদালতের আদেশ অমান্য করে উক্ত সম্পত্তিতে কখনো মাটি ভরাট, কখনো বাশের সাঁকো, কখনো খুঁটি দাঁড় করিয়ে দখল প্রক্রিয়া অব্যাহত রাখলে আবদুল আলী বিবাদী আবুল হোসেনগংদের বিরুদ্ধে বেগমগঞ্জ মডেল থানায় অভিযোগ দায়ের করেন, যার নং-২৮২। থানার এসআই রাকিব অভিযোগটি তদন্ত করে উভয় পক্ষকে থানায় ডাকলেও নানা তালবাহানা করে তারা থানায় হাজির হয়নি। উল্টো দখল প্রক্রিয়া আরো জোরদার করলে নিরুপায় হয়ে আবদুল আলীগং অতিরিক্ত পুলিশ সুপার বেগমগঞ্জ সার্কেলের বরাবর ন্যায় বিচার চেয়ে আবেদন করেন। আবেদনের পেক্ষিতে অতিরিক্ত পুলিশ সুপার উভয় পক্ষকে অফিসে ডাকলেও আবুল হোসেনগং সেখানে উপস্থিত না হয়ে সম্পত্তি দখল করতে নানা ভাবে ষড়যন্ত্র করতে থাকে। প্রতিদিনই তারা বিভিন্ন ভাবে কৌশল করলে সম্পত্তি দখলের জন্য।
শুধু তাই নয়, উক্ত সম্পত্তি গ্রাস করতে আবুল হোসেনগংরা আবদুল আলীগংদের বিরুদ্ধে বিভিন্ন স্থানে মিথ্যা ও বানোয়াট অভিযোগ দায়ের করে হয়রানি করছে বলেও অভিযোগ উঠেছে। আবুল হোসেনগংরা স্থানীয়দের নিজের পক্ষে নিতে আবদুল আলীগংদের বিরুদ্ধে হাট বাজারে ও এলাকায় মানহানিকর বিভ্রান্তিমূলক মন্তব্য করছে ও নানা ভাবে হুমকি দিচ্ছে।